আগামীকাল ‘লাইফস্টাইল ফর দ্য এনভায়রনমেন্ট (লাইফ) মুভমেন্ট’ - এর সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
আগামীকাল ‘লাইফস্টাইল ফর দ্য এনভায়রনমেন্ট (লাইফ) মুভমেন্ট’ - এর সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এদিন একটি বিশ্বব্যাপী উদ্যোগ ‘লাইফস্টাইল ফর দ্য এনভায়রনমেন্ট (লাইফ) মুভমেন্ট’ চালু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। 'লাইফ গ্লোবাল কল ফর পেপারস' এর উদ্যোগে সূচনা হতে চলেছে মুভমেন্টটির। এর মাধ্যমে শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে ধারণা এবং পরামর্শ আমন্ত্রণ করা হবে যাতে বিশ্বজুড়ে ব্যক্তি, সম্প্রদায় এবং সংস্থাগুলিকে পরিবেশ-সচেতন জীবনধারা গ্রহণের জন্য প্রভাবিত ও রাজি করানো যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান বিল গেটস,জলবায়ু অর্থনীতিবিদ লর্ড নিকোলাস স্টার্ন, নাজ থিওরির লেখক প্রফেসর ক্যাস সানস্টেইন, প্রেসিডেন্ট ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের সিইও ও প্রেসিডেন্ট অনিরুদ্ধ দাশগুপ্ত সহ আরও অনেকে।