কেশিয়াড়িতে পুলিশের লাঠিচার্জে আহত মহিলাকে দেখতে এলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ

author-image
Harmeet
New Update
কেশিয়াড়িতে পুলিশের লাঠিচার্জে আহত মহিলাকে দেখতে এলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ

নিজস্ব সংবাদদাতা, কেশিয়াড়িঃ পুলিশের মারে আহত মহিলাকে দেখতে কেশিয়াড়িতে এলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। শুক্রবার বিকেলে কেশিয়াড়ি হাসপাতালে আসেন তিনি। পুলিশের আচরণের নিন্দা করেছেন। বৃহস্পতিবার কেশিয়াড়ির পাঁচিয়াড় এলাকায় হুল দিবস পালন উপলক্ষ্যে আদিবাসীদের চাঁদা তোলার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার সকালে অভিযোগ পেয়ে সাধারণ পোশাকে এসে এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে। তারপর এই ঘটনার প্রতিবাদে একজোট হয়ে আদিবাসীরা বেলদা-কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করেছিল। দীর্ঘক্ষণ চলে অবরোধ। অবরোধ তুলতে এসে দুই পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। তাতে আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। আদিবাসীদের একজন মহিলা গুরুতর আহত হয়েছেন। তাকে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ঘটনার প্রতিবাদ জানাতে ও আহত মালতী কিস্কুকে দেখতে আসেন ভারতী ঘোষ। আহত মহিলাকে ফল প্রদান করেন। মহিলাদের ওপর লাঠিচার্জের বিরুদ্ধে কেশিয়াড়িতে বিক্ষোভ মিছিল করে বিজেপি। কেশিয়াড়ি বাস স্ট্যান্ডে পথসভা হয়। এদিন এসটি মোর্চার উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলে হাঁটেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।