হিন্দুদের বুঝতে হবে মুসলিমরা তাদের ভাই : মোহন ভগবত

author-image
Harmeet
New Update
হিন্দুদের বুঝতে হবে মুসলিমরা তাদের ভাই : মোহন ভগবত

নিজস্ব সংবাদদাতা : নাগপুরে আয়োজিত তৃতীয় বর্ষের সংঘ শিক্ষা ভার্গ (অফিসারদের প্রশিক্ষণ শিবির) এর সমাপনী অনুষ্ঠান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ার আহ্বান জানালেন আরএসএস প্রধান মোহন ভগবত। তিনি বলেন,‘হিন্দুদের বোঝা উচিত যে রক্তের সম্পর্কের কারণে মুসলমানরা তাদের ভাই, তাদের পূর্বপুরুষের বংশধর।’ তার মতে, কোনও সম্প্রদায়েরই চরমপন্থা অবলম্বন করা উচিত নয়। আরএসএস প্রধানের দাবি, হিন্দুরা অনেক সংযম বজায় রেখেছে এবং এই ঐক্যের জন্য অনেক মূল্য দিয়েছে, এমনকি দেশ ভাগকে মেনে নেওয়ার মূল্যও দিয়েছে। হিন্দুদের সম্পর্কে মোহন ভগবত আরও বলেন যে "হিন্দু সম্প্রদায় কোনো ধরনের চরমপন্থাকে মেনে নেয় না। তাই সব ধরনের মানুষ হিন্দু সম্প্রদায়ের মধ্যে এসেছে (হিন্দুদের কাছ থেকে আশ্রয় চেয়েছে), সে ইহুদি হোক বা পারসি।"​