নিজস্ব সংবাদদাতা : মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর। উগান্ডার এক মহিলার দেহে লুকিয়ে থাকা ৩ কোটি টাকার মাদক উদ্ধার করল এনসিবির মুম্বাই জোনাল ইউনিট। এনসিবির কর্মকর্তারা তার শরীর থেকে ৬৪টি ক্যাপসুল পেয়েছেন যার মধ্যে ৩ কোটি টাকা মূল্যের ৫৩৫ গ্রাম হেরোইন এবং ১৭৫ গ্রাম কোকেন রয়েছে।
প্রসঙ্গত, গোপন সূত্রে খবর পেয়ে গত ২৮ মে মুম্বইতে আগত উগান্ডার ওই মহিলাকে আটক করা হয়েছিল। যদিও সেই সময়ে তার লাগেজে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এরপর পরীক্ষা নীরিক্ষার মাধ্যমে মহিলার শরীরে মাদক লুকিয়ে রাখার কথা জানা যায়। একজন তদন্তকারী কর্মকর্তার মতে, নিরন্তর জিজ্ঞাসাবাদ করায় মহিলা স্বীকার করেছেন যে বিভিন্ন ধরণের আঠালো টেপ সাবধানে ব্যবহারের মাধ্যমে তার শরীরে ১১টি ক্যাপসুল লুকিয়ে রাখা হয়েছিল। ১১০ গ্রাম হেরোইন সম্বলিত কমপক্ষে ১০ টি ক্যাপসুল সরিয়ে ফেলা হয়েছে। আরও মাদক শরীরে লুকোনো রয়েছে কিনা জানতে তাকে জেজে হাসপাতালে ভর্তি করা হলে ৫৪টি ক্যাপসুল পাওয়া যায়। ৫৪টি ক্যাপসুলের মধ্যে ৩৯টিতে ছিল ৪২৫ গ্রাম ওজনের হেরোইন এবং ১৫টি কোকেন। মহিলাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই ওই মহিলাকে গ্রেফতার করা হয়।