রাজ্যসভার ভোট পিছিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার শিবসেনা

author-image
Harmeet
New Update
রাজ্যসভার ভোট পিছিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার শিবসেনা

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যসভা ভোটের আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগিয়ে ও অর্থের জোর বাড়াচ্ছে বিজেপি। এই অবস্থায় রাজ্যসভা নির্বাচন সম্ভব নয়। এই কারণে আগামী ১০ জুন, শুক্রবার হতে চলা রাজ্যসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হল মহারাষ্ট্রের শাসক দল শিবসেনা। শিবসেনার শীর্ষ নেতা তথা মুখপাত্র সঞ্জয় রাউত বললেন, "বিজেপি যাতে ঘোড়া-কেনাবেচা করতে না পারে সেটা নিশ্চিত করতে এখন রাজ্যসভা নির্বাচন করা সম্ভব নয়। তাই রাজ্যসভার নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। সংসদে উচ্চকক্ষে এই নির্বাচনের আগে বিজেপি অর্থ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।" এরপর রাউত হুমকির সুরে বলেন, "ওরা ভুলে যাচ্ছে আমরা কিন্তু এখানে ক্ষমতায় আছি।"  আগামী ১০ জুন সংসদ উচ্চকক্ষের ৫৭টি আসনের জন্য নির্বাচন হবে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গনা, অসম সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে রাজ্যসভার নির্বাচন হবে।