আজ শ্রীরঙ্গপাটনা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে

author-image
Harmeet
New Update
আজ শ্রীরঙ্গপাটনা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ ভিএইচপি-র 'শ্রীরঙ্গপাটনা চলো' আহ্বানের পরিপ্রেক্ষিতে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মান্ড্য জেলার শ্রীরঙ্গপাটনা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৫০০-রও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, ৪ টি চেকপোস্ট বসানো হয়েছে। এসপি এন ইয়াতিশের উপস্থিতিতে রুট মার্চ বের হয়। ডেপুটি কমিশনার অশ্বথী এস বলেন, "আজ শ্রীরঙ্গপটনার সাপ্তাহিক বাজার স্থাপন স্থগিত করা হয়েছে, ৫ কিলোমিটার সীমানায় মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। মসজিদ রোড বন্ধ, আজ মসজিদে লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, সন্দেহজনক গতিবিধি রক্ষনাবেক্ষনের জন্য এসপিএল টিম গঠন করা হয়েছে।"