নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার উত্তর দিল্লির ভালসওয়া ল্যান্ডফিল সাইটে আগুন লেগেছিল। আজও ভালসওয়া ল্যান্ডফিল সাইট থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোচ্ছে। দিল্লির ভালসওয়া ল্যান্ডফিল সাইটের কাছে বসবাসকারী স্থানীয়রা বলেন, "বাড়িগুলো ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে। আমাদের চোখ ব্যাথা করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং তাপও বেড়ে যায়। প্রতি বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এখানে আগুন লাগে। রোগও ছড়িয়ে পড়ে। আমরা চাই এই ল্যান্ডফিলটি এখান থেকে সরিয়ে ফেলা হোক"।