বেআইনি কাঠ চেরাই মিলে অভিযান বন দফতরের

author-image
Harmeet
New Update
বেআইনি কাঠ চেরাই মিলে অভিযান বন দফতরের

দিগবিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলায় বিনা লাইসেন্সে চলছে বহু কাঠ চেরাই মিল। এবার সেই মিল গুলিতে হানা দিল বনকর্মীরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় গত তিনদিন ধরে প্রায় 50 টি কাঠ মিল সিল করে বহু কাঠের গুঁড়ি (লগ) বাজেয়াপ্ত করা হয়েছে। চন্দ্রকোনা 2, গড়বেতা 3, গোয়ালতোড়, মেদিনীপুর সদর ও শালবনীর বিভিন্ন কাঠ মিলে এই অভিযান চালায় বনকর্মীরা। সিল করা হয়েছে মেশিন। ধরানো হয়েছে আইনি নোটিশ। তবে 2011 সালের পর এই প্রথম বড় অভিযানে নামলো বন দফতর। তাও পুলিশ ছাড়া। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এটা রুটিন ডিউটি। নিয়মিত অভিযান চলবে।