হরি ঘোষ, দুর্গাপুরঃ শহর দুর্গাপুরে নাগরিক পরিষেবা ভেঙে পড়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল পরিষেবা সব ক্ষেত্রেই ব্যর্থ তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগম। শুক্রবার দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বরো অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচী করল সিপিআইএম নেতৃত্ব। বামেদের এই আন্দোলনকে সমর্থন করলো বিজেপি নেতৃত্ব। খুব তাড়াতাড়ি বেহাল নাগরিক পরিষেবার অভিযোগকে সামনে রেখে জেলা বিজেপি নেতৃত্বও আন্দোলন শুরু করবে বলে জানিয়ে দিয়েছে। এই বিষয়ে দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বরো চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুনীল চট্টোপাধ্যায় পাল্টা কটাক্ষ করে বলেন বাম রাম এক হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে দুর্গাপুর নগর নিগমের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। ৪৩ টি ওয়ার্ড রয়েছে দুর্গাপুর নগর নিগমে। একটি ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।গত ২০১৭ সালে দুর্গাপুর নগর নিগমের ৪৩টি ওয়ার্ডেই তৃণমূল জয়ী হয়েছিল। যদিও বিরোধীদের অভিযোগ ছিল ভোট লুঠ করে জয় পেয়েছে তৃণমূল। আর সেই প্রেক্ষিতে এইবারের নির্বাচন বেশ কঠিন হবে তৃণমূলের কাছে অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।