মানালি থেকে লেহ যাত্রার সহজ মাধ্যম অটল টানেল

author-image
Harmeet
New Update
মানালি থেকে লেহ যাত্রার সহজ মাধ্যম অটল টানেল

নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতার ৭৫ বছরে ভারতে উন্নয়নমূলক যে কাজগুলি হয়েছে তার মধ্যে একটি হল অটল টানেল। ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সুড়ঙ্গপথটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। বছর দুই আগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে এই টানেলের সূচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে হিমালয়ের পির পাঞ্জল রেঞ্জে আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হয়েছে বিশ্বের দীর্ঘ সুড়ঙ্গ পথটি, যার দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার। শীতে বরফ পড়ায় মানালি থেকে লেহ সড়কপথ ৬ মাস বন্ধ থাকে। ‘অটল টানেল’র মাধ্যমে এবার সারাবছরই এই পথে সংযোগ রক্ষা করা সম্ভব হবে। এখন মানালি থেকে লেহ যাত্রার সময় বাঁচবে ৪ থেকে ৫ ঘণ্টা। অশ্বখুরাকৃতি এই টানেলটি সিঙ্গেল টিউব, ডাবল লেন টানেল। রাস্তা চওড়ায় প্রায় ৮ মিটার। টানেলের ওভারহেড ক্লিয়ারেন্স ৫.৫২৫ মিটার। টানেলের মধ্যে ৩.৬×২.২৫ মিটার ফায়ার প্রুফ জরুরি এক্সিট রয়েছে।এই টানেলের মাধ্যমে এবার শীতকালেও লাদাখে পৌঁছবে সেনা যান। ফলে চিনের ঘুম ওড়ার জোগাড়। শীতকালে এবার লাদাখে সুবিধাজনক অবস্থায় থাকবে ভারতীয় সেনাবাহিনী।​