ফের জলের তলায় আসাম, চরম সমস্যায় মানুষ

author-image
Harmeet
New Update
ফের জলের তলায় আসাম, চরম সমস্যায় মানুষ

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার নতুন করে আসামে শুরু হয়েছে ভারী বর্ষণ। আর এই ভারী বর্ষণের জেরে নতুন করে বিপাকে পড়েছেন গুয়াহাটিবাসী। জানা গিয়েছে, শুক্রবার আসাম-মেঘালয় সীমান্তে গুয়াহাটির জোরাবাত এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে এনএইচ-৩৭ জলমগ্ন হয়ে গিয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের পরে আজ সকালে জলাবদ্ধ খানাপাড়া-জোরাবাত অংশে ব্যাপক যানজট দেখা গেছে। উল্লেখযোগ্যভাবে, জোরাবাত এবং গুয়াহাটির অন্যান্য অংশে আকস্মিক বন্যা ভারী বৃষ্টিপাতের পরে প্রায় প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ​