নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার নতুন করে আসামে শুরু হয়েছে ভারী বর্ষণ। আর এই ভারী বর্ষণের জেরে নতুন করে বিপাকে পড়েছেন গুয়াহাটিবাসী। জানা গিয়েছে, শুক্রবার আসাম-মেঘালয় সীমান্তে গুয়াহাটির জোরাবাত এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে এনএইচ-৩৭ জলমগ্ন হয়ে গিয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের পরে আজ সকালে জলাবদ্ধ খানাপাড়া-জোরাবাত অংশে ব্যাপক যানজট দেখা গেছে। উল্লেখযোগ্যভাবে, জোরাবাত এবং গুয়াহাটির অন্যান্য অংশে আকস্মিক বন্যা ভারী বৃষ্টিপাতের পরে প্রায় প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।