পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ৭

author-image
Harmeet
New Update
পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ৭

নিজস্ব সংবাদদাতাঃ পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন লেগে মৃত্যু হল ৭ জনের। শুক্রবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালাবুরাগি জেলার বিদার-শ্রীরঙ্গপাটনা জাতীয় সড়কে। মৃতরা সবাই হায়দরাবাদের বাসিন্দা। প্রায় ১২ জন যাত্রী আহত হয়েছেন, তাঁদের কালাবুরাগির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালাবুরাগির পুলিশ সুপার ইশা পন্থ জানিয়েছেন যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কারণে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, বাসটি গোয়া থেকে হায়দরাবাদ যাচ্ছিল। কালাবুরাগি জেলার কমলাপুর তালুকের বিদার-শ্রীরঙ্গপাটনা জাতীয় সড়কে বাসটি দুর্ঘটনায় মুখে পড়ে। পণ্যবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এরপর বাসটি ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় ও তাতে আগুন লেগে যায়। সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যাওয়ায় স্থানীয়রা বাসটির ধারে কাছে যেতে পারেননি। তারা পুলিশ, ফায়ার ব্রিগেড ও ইমার্জেন্সি সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।