ব্ল্যাক ক্যাট কমান্ডোদের কাছ থেকে সাম্মানিক পদক পেলেন অভিনেতা

author-image
Harmeet
New Update
ব্ল্যাক ক্যাট কমান্ডোদের কাছ থেকে সাম্মানিক পদক পেলেন অভিনেতা

নিজস্ব সংবাদদাতা ঃ আদিভি সেশের 'মেজর' সম্প্রতি মুম্বাইয়ের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) জন্য প্রদর্শিত হয়েছিল, যেখানে ৩১২ জন কমান্ডো তাদের পরিবারের সাথে সিনেমাটি দেখেছিলেন। ছবিতে অভিনয়ের জন্য ব্ল্যাক ক্যাট কমান্ডোদের কাছ থেকে সম্মানসূচক পদক পেয়েছেন অভিনেতা। ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলায় শহিদ এনএসজি কম্যান্ডো মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের জীবনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে 'মেজর'।​