নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর প্রদেশ সফরে সঙ্গী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৩ জুন থেকে ৬ জুন উত্তর প্রদেশের সফর করবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর সঙ্গে নিজ গ্রাম পারউনখেও যাবেন তিনি। ৩ জুন গ্রাম পরিদর্শনের পর একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার কথা রাষ্ট্রপতির। এরপর ৪ জুন কানপুরে উত্তর প্রদেশের মার্চেন্টস চেম্বারের ৯০ তম বর্ষ উদযাপনে ভাষণ দেবেন তিনি। একই দিনে, তিনি গোরখপুরে গীতা প্রেসের শতবর্ষ উদযাপনেও অনুগ্রহ করবেন। আগামী ৫ জুন রাষ্ট্রপতি মাঘর পরিদর্শন করবেন যেখানে তিনি সন্ত কবির দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং সন্তকবীর একাডেমি ও গবেষণা কেন্দ্র এবং স্বদেশ দর্শন যোজনার উদ্বোধন করবেন। সফরের শেষ দিন ৬ জুন রাষ্ট্রপতি উত্তর প্রদেশ বিধান মণ্ডলের বিশেষ যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।