‘‌বেশিরভাগ সময় কাটত পড়ার বই নিয়ে’‌, মাধ্যমিকে তৃতীয় হয়ে মন্তব্য অনন্যার

author-image
Harmeet
New Update
‘‌বেশিরভাগ সময় কাটত পড়ার বই নিয়ে’‌, মাধ্যমিকে তৃতীয় হয়ে মন্তব্য অনন্যার

নিজস্ব সংবাদদাতা, রাণীগঞ্জঃ এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল আজ, শুক্রবার ৩ জুন। মেধাতালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকা অনুযায়ী, আসানসোল উমারানী ঘরাই মহিলা কল্যাণ গার্লস হাই স্কুলের অনন্যা দাশগুপ্ত ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এই বিষয়ে অনন্যা দাশগুপ্ত বলেন, ‘‌খুব ভাল লাগছে। বেশিরভাগ সময় কাটত পড়ার বই নিয়ে। তবে এভাবে পরের পরীক্ষাগুলোতেও যেন ভাল ফল করতে পারি। সেদিকে বেশি করে নজর দেব। আর যেন স্কুল বন্ধ না হয়। করোনাভাইরাসের জন্য খুব ক্ষতি হয়েছিল পড়াশোনার।’‌ মেয়ের সাফল্য নিয়ে বাবা শুভ্র দাশগুপ্ত বলেন, ‘‌আমি পেশায় শিক্ষক। তাই ওর পড়াশোনায় আমার নজর বেশি ছিল। যেটুকু সময় পেতাম আমি নিজেও ওকে পড়াতাম। অনন্যা পড়ার পাশাপাশি অনেক বেশি লিখত।’‌