বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়াঃ বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া অর্ণব ঘড়াই এবার মাধ্যমিকে যুগ্ম ভাবে প্রথম হয়েছেন। সেই অর্ণব সংবাদমাধ্যমকে জানালেন, সাধারণ ভাবেই পড়াশোনা করেছেন তিনি। কোভিডের জেরে অবশ্য এবছর বেশির ভাগ সময় অনলাইনে ক্লাস করতে হয়েছে। অর্ণবের বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে। তিনি জানিয়েছেন, করোনায় বাড়ি চলে যেতে হয়েছিল তাঁকে। সেই সময় স্কুলের শিক্ষকরা অনলাইন ক্লাস নিতে শুরু করেন। তাতেই পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছিল সে। তাই সাফল্যের কৃতিত্বও স্কুলের শিক্ষকদেরই দিয়েছে সে। অর্ণব আজ বলেন, ‘স্কুল থেকে নিয়মিত অনলাইন ক্লাস করানো হত। আলাদা কোনও সমস্যা থাকলে ব্যক্তিগত ভাবে শিক্ষকরা ‘ডাউট ক্লিয়ার’ করতে পদক্ষেপ করতেন, খুবই সাহায্য করতেন।’ অর্ণব জানান তাঁর মোট চারজন প্রাইভেট টিউটর ছিলেন। ইংরেজি, অঙ্ক, জীবনবিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের জন্য অর্ণবের গৃহশিক্ষক ছিলেন। অর্ণব জানান, ভবিষ্যতে তিনি ডাক্তার হতে চান। মাধ্যমিকের প্রস্তুতি প্রসঙ্গে অর্ণব বলেন, ‘যেভাবে অন্য সময় পড়ি, মাধ্যমিকের জন্যও সেভাবেই পড়াশোনা করেছিলাম। পরীক্ষার আগে কয়েকমাস খুব খেটেছিলাম।’ অর্ণব জানান, যখন তিনি পড়াশোনা করতেন না, তখন গল্পের বই, বিশেষত ইংরেজি গল্পের বই পড়তে তিনি ভালোবাসতেন।