চিকিৎসক হতে চান, মাধ্যমিকে দশম হয়ে জানালেন প্রত্যুষা

author-image
Harmeet
New Update
চিকিৎসক হতে চান, মাধ্যমিকে দশম হয়ে জানালেন প্রত্যুষা

বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়াঃ বাঁকুড়া মিশন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রত্যুষা কুন্ডু মাধ্যমিক পরীক্ষায় ৬৮৪ পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করেছে। প্রত্যুষার বাড়ি বাঁকুড়ার জুনবেদিয়া সংলগ্ন রাধাবল্লব নগর এলাকায়। প্রত্যুষা জানান, বড় হয়ে ডাক্তার হতে চাই। বাবা বিভাস রঞ্জন কুন্ডু বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তনের রসায়নের শিক্ষক। মা টিঙ্কু কুন্ডু লালবাজার ডিপোগোড়া প্রাথমিক স্কুলের শিক্ষিকা। মাধ্যমিকের প্রস্তুতি প্রসঙ্গে প্রত্যুষা বলেন, ‘যেভাবে অন্যসময় পড়ি, মাধ্যমিকের জন্যও সেভাবেই পড়াশোনা করেছিলাম। পরীক্ষার আগে কয়েকমাস খুব খেটেছিলাম।’ প্রত্যুষা জানান, যখন তিনি পড়াশোনা করতেন না, তখন নাচ, গান করতে তিনি ভালোবাসতেন।