নিজস্ব সংবাদদাতাঃ মাধ্যমিকের ফল ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ন'টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হল। ১০টা থেকে বোর্ডের ওয়েবসাইটে wbbse.wb.gov.in ফলাফল জানা যাবে। ওয়েবসাইটে দেওয়া লিংকে ক্লিক করলে মার্কশিট ডাউনলোড করতে পারবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা। এবার পরীক্ষায় ৮৬.৬ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। ৯ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী এবার পাশ করেছেন। এবার ছাত্রদের পাশের হার ৮৮ শতাংশ, ছাত্রীদের মধ্যে পাশের হার ৮৫ শতাংশ। পাশের হারে দ্বিতীয় স্থানে কালিম্পং জেলা। এখানে পাশের হার ৯৪.২৭ শতাংশ। এরপর রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। এখানে পাশের হার ৯৪.৬২%। পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি, ৯৭.৬৩ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৪ শতাংশর বেশি। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৪ শতাংশ। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ।