নিজস্ব প্রতিনিধি -নেপালের পার্বত্য মুস্তাং জেলায় তারা এয়ার বিমান দুর্ঘটনায় ১৮ জনের সঙ্গে নিহত একটি ভারতীয় পরিবারের চার সদস্যের শেষকৃত্য বৃহস্পতিবার পশুপতিনাথ মন্দিরের কাছে বাগমতি নদীর তীরে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার সকালে বাগমতি নদীর তীরে পশুপতিনাথ মন্দির প্রাঙ্গণে আর্যঘাট শ্মশান কেন্দ্রে মরদেহ আনা হয়।রবিবার বিমান দুর্ঘটনায় নিহত ২২ জনের লাশের ময়নাতদন্ত করতে দুই দিন লেগে যায়।কানাডিয়ান-নির্মিত টার্বোপ্রপ টুইন অটার ৯এন-এইটি বিমানটি পর্যটন শহর পোখারা থেকে উড়ে যাওয়ার কয়েক মিনিটের পরে বিধ্বস্ত হওয়ার সময় তিন সদস্যের নেপালি ক্রু ছাড়াও চার ভারতীয়, দুই জার্মান এবং ১৩ জন নেপালি যাত্রী বহন করছিল।