বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ গলায় ফাঁস লাগানো যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সারেঙ্গায়। খুনের অভিযোগ মৃত যুবকের পরিবারের, অভিযোগ অস্বীকার মেয়ের বাবার। উল্লেখ্য, আজ সকালে সারেঙ্গার শ্মশানকালী মন্দির সংলগ্ন পিছনের জঙ্গলে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ওই যুগলের মৃতদেহ প্রথমে লক্ষ্য করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, ঘটনাস্থলে হাজির হন মৃত যুবকের বাড়ির লোকজন ও আত্মীয় স্বজন। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন মৃত যুবকের আত্মীয়রা। মৃত যুবকের পরিবারের, বাঁকুড়ার সারেঙ্গা থানার গড়গড়িয়া গ্রামের যুবক বুবুন সোমের সাথে স্থানীয় হাঁসাবেড়া গ্রামের তরুণী বৃষ্টি নন্দীর সঙ্গে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বৃষ্টি বর্তমানে অন্ধ্রের একটি বেসরকারি নার্সিং কলেজের ছাত্রী। গতকাল দুজনে আচমকা নিখোঁজ হয়ে যায়। আজ সকালে দুজনের ঝুলন্ত মৃতদেহ সারেঙ্গার শ্মাশান কালী মন্দিরের পিছনের জঙ্গলে দেখতে পান স্থানীয়রা। পুলিশ যুগলের মৃতদেহ উদ্ধার করতে গেলে মৃত বুবুন সোমের পরিবারের লোকজন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পৌঁছান সারেঙ্গা থানার আই সি। তিনি স্থানীয়দের ও পরিবারকে বুঝিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান। বুবুন সোমের পরিবারের অভিযোগ, বৃষ্টির পরিবারের লোকজন এর আগেও বুবুনের উপর চড়াও হয়ে মারধর করেছে। এবার দুজনকে পরিকল্পিত ভাবে খুন করেছে বৃষ্টির পরিবারের লোকেরা। বৃষ্টির পরিবারের তরফ থেকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সারেঙ্গা থানার পুলিশ।