দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে আবারও ডাইনি অপবাদের ঘটনা।সালিশি সভার নামে চলে মারধর। জরিমানার টাকা না দিলে শাষানো হয় গ্রামে থাকা যাবে না বলে। কোনোক্রমে গ্রাম থেকে স্বপরিবারে পালিয়ে এসে বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে একটি পরিবার। কোনো রকম সহযোগিতা না পেয়ে ডেবরা থানায় হাজির হয় ওই পরিবার। তারপর ডেবরা হাসপাতালে চিকিৎসা করার পর প্রাণে বাঁচতে আর গ্রামে ফিরতে চাইছে না পরিবারটি।
ডেবরা ব্লকের ৯ নং ষাঁড়পুর-লোয়াদা গ্রামপঞ্চায়েত এলাকার ভূঁঞ্যাবাসান এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত মহিলার নাম চাঁদমনি মুর্মু (৩৪)। বাড়ীতে থাকতো নাবালক পুত্র সহ অসুস্থ স্বামী সনাতন মুর্মু। গত মাসে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘরে ফিরেছে সনাতন। তারপরই তার স্ত্রীর নামে ডাইনি অপবাদে জরিমানা ধার্য করা হয়। দিন মজুরী করে চলে এমন পরিবার টাকা দিতে পারবে না বলায় গ্রামের মোড়লরা এক হয়ে সালিসি সভার ডাক দেয়। সেখানেই ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে সবাই ঘরছাড়া রয়েছে। ডেবরা থানায় অভিযোগ নেওয়ার পর এলাকায় পুলিশ গিয়ে টহল দিয়ে আসে। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।যদিও যাদের বিরুদ্ধে তাদের পরিবারের সদস্যরা জানান, 'একটি হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়। তখন আমি সনাতনের স্ত্রীকে গালিগালাজ করি। তখন ও বলে পাঁচ দিনের মধ্যে তোর ছেলে মারা যাবে। তখন আমি ওকে বলেছিলাম তুই মানুষ না ডাইনি। এর বেশী আর কিছু হয়নি। কোনো সালিশ এখনও হয়নি।।'