৬০ টাকা বেতনের চাকরি করতেন মমতা, সামনে এল সেই তথ্য

author-image
Harmeet
New Update
৬০ টাকা বেতনের চাকরি করতেন মমতা, সামনে এল সেই তথ্য

নিজস্ব সংবাদদাতাঃ একসময় বিরোধী নেত্রী আর এখন মুখ্যমন্ত্রী। দেশের প্রথম সারির রাজনীতিকদের তালিকায় যাঁর নাম উঠে আসে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদামাটা ভাবমূর্তি বরাবর প্রকাশ পেয়েছে। প্রথম থেকে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরেই রাজনীতি করেছেন, যোগ দিয়েছেন একের পর আন্দোলনে। মুখ্যমন্ত্রী হওয়ার পরও বদল আসেনি সেই পোশাকে। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন একসময় স্কুলে শিক্ষকতাও করতেন তিনি। বেতন পেতেন মাত্রা ৬০ টাকা। বৃহস্পতিবার ভবানীপুরের কাঁসারি পাড়ার এক শীতলা মন্দিরে গিয়ে সেই গল্প বলেছেন তিনি। এদিন অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, "যখন কলেজে পড়তাম তখন এখানে একটি স্কুলে পড়াতাম। প্রায় বিনা পয়সায়। ৬০ টাকা বেতন পেতাম।" তখন বাবা মারা গিয়েছেন, তাই সেই টাকা মায়ের হাতে তুলে দিতেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই স্কুলটি এবার ইংরেজি মাধ্যম স্কুল করে দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে ভবানীপুরের বাসিন্দা মমতা এদিন এলাকার মন্দিরে গিয়ে ছেলেবেলার স্মৃতিচারণ করেন। ওই শীতলা মন্দিরে যে তিনি মাঝে মধ্যেই আসেন, সে কথাও জানান মুখ্যমন্ত্রী।