নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নের পর্যালোচনা করতে এবং ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের পরে শুরু হওয়া আউটরিচ প্রোগ্রামটি চালিয়ে যেতে জুন এবং জুলাই মাসে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী জম্মু ও কাশ্মীর সফর করবেন বলে জানা যাচ্ছে।এই প্রস্তাবিত সফরের সময়, কেন্দ্রীয় মন্ত্রীরা বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা করবেন বলে সূত্রের খবর। আগামী ১৭ জুন উটি সফরে যাওয়ার কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। আগামী ৬ মাসে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নীতিন গড়করি, নির্মলা সীতারামন, সর্বানন্দ সোনেওয়াল এবং প্রহ্লাদ প্যাটেল সহ ২৫ জনেরও বেশি কেন্দ্রীয় মন্ত্রী জুন-জুলাই মাসে জম্মু কাশ্মীরে সফর করতে চলেছেন। এই মন্ত্রীরা তাদের পরিদর্শনের সময় বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ পর্যালোচনা করবেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন এবং সাধারণ মানুষের অভিযোগ শুনবেন।