তালিবান শাসিত আফগানিস্তানে পা রাখলেন ভারতীয় আধিকারিকরা

author-image
Harmeet
New Update
তালিবান শাসিত আফগানিস্তানে পা রাখলেন ভারতীয় আধিকারিকরা

নিজস্ব সংবাদদাতাঃ গত বছরের অগস্টে তালিবান আফগানিস্তান দখল করে। এরপর এই প্রথমবারের মতো ভারত সরকারের কোনও প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেল। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে এই প্রতিনিধি দলটি আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছে আজকে। বিদেশ মন্ত্রক এই সফরের বিষয়ে বলে যে কাবুলে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা তালিবানের ঊর্ধ্বতন সদস্যদের সঙ্গে দেখা করবেন। আফগানিস্তানের জনগণের জন্য ভারতের মানবিক সহায়তা নিয়ে আলোচনা করবে এই প্রতিনিধি দল। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয় যে আধিকারিকদের একটি দল আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রমের পর্যালোচনা করতে কাবুল গিয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতি অনুসারে, ‘মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল আফগানিস্তানে গিয়েছে।’ বিদেশ মন্ত্রকের তরফে আরও বলা হয় যে দলটি মানবিক সহায়তা নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে দেখা করবে। সম্ভবত ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা এমন জায়গাগুলো পরিদর্শন করবে যেখানে ভারতীয় প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।​