দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারকে ডেপুটেশন দিলেন বাম যুব সংগঠনের সদস্যরা

author-image
Harmeet
New Update
দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারকে ডেপুটেশন দিলেন বাম যুব সংগঠনের সদস্যরা

হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুর মহাকুমা হাসপাতালে গেলে দেখা মেলেনা চিকিৎসকদের। পাশাপাশি হাসপাতালের রোগীদের যে খাবার দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের। হাসপাতালের পরিষেবা উন্নত মানের করার জন্য ৯ দফা দাবিতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারকে ডেপুটেশন দিলেন বাম যুব সংগঠনের সদস্যরা। দূর্গাপুর পুর্ব তিন নম্বর লোকাল কমিটির ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপারকে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে মূলত বলা হয় সঠিক সময়ে চিকিৎসকদের আসতে হবে তার পাশাপাশি ২৪ ঘন্টা ব্লাড ব্যাংক খোলা রাখতে হবে, আই সি ইউ তে বেড সংখ্যা বাড়াতে হবে, সিটি স্ক্যান পরিষেবা চালু করতে হবে, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের খাবারের মান উন্নত করার দাবি সহ মোট ৯ দফা দাবি রাখেন। বৃহস্পতিবার সকালে প্ল্যাকার্ড এবং দলীয় পতাকা নিয়ে হাসপাতালের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেন বাম যুব সংগঠনের সদস্যরা।