নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতার ৭৫ বছর উদযাপিত হলেও উন্নয়নের স্পর্শ পায়নি বহু এলাকা। উন্নয়ন থেকে দূরে থাকা এমনই এক এলাকা হল কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ড। স্বাধীনতার ৭৫ বছর পর অন্ধকার দশা ঘুচলো বানতলার। যে বাড়িগুলিতে বছর বছর ধরে জ্বলতো লন্ঠনের আলো, ২০২২-এ সেই বাড়িগুলিতে জ্বলছে বিজলি বাতি। সম্প্রতি বিদ্যুতের আলোর সংযোগ পেল অন্ধকারে পড়ে থাকা ১৭টি বাড়ি। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বানতলা এলাকায় আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগের শুভ সূচনা করেন। বাড়িতে বিদ্যুত সংযোগ পেয়ে মুখে হাসি বানতলাবাসীর। এলাকার কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ এ বিষয়ে বলেন, ‘১০৮ ওয়ার্ডে কাউন্সিলর হওয়ার পর এই এলাকার উন্নয়নই প্রধান লক্ষ্য। কারণ ভোট প্রচারে এসে রীতিমতো অবাক হতে হয়েছিল, কলকাতার একটা ওয়ার্ড, যেখানে উন্নয়ন কিছু হয়নি। আলো নেই, রাস্তা নেই, নিকাশি ব্যবস্থা নেই। সেই সময় থেকে কাজ শুরু। এই এলাকায় বিদ্যুৎ সংযোগের বিষয়ে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমকে জানাই। তিনিও শুনে উদ্যোগী হন। এরপরই মহানাগরিক ফিরহাদ হাকিম এবং বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের সহযোগিতায় এতদিনের চেষ্টা, পরিশ্রম সফল হল। এলাকার মানুষের মুখের হাসিই এই লড়াইয়ে সব থেকে বড় পাওয়া।’