হরি ঘোষ: ভোট পরবর্তী হিংসা মামলায় বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। দুর্গাপুরে সিবিআই ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শাসক দলের বিধায়ক খোকন দাসকে। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতির আপ্ত সহায়ককেও জিজ্ঞাসাবাদ। প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ভোটের ফল ঘোষণার দিন ইলামবাজারে বিজেপি কর্মী খুনে জিজ্ঞাসাবাদ। ঘটনার দিন অনুব্রতর কললিস্টে নাম থাকা তৃণমূল নেতা কর্মীদের জিজ্ঞাসাবাদ।