নিজস্ব প্রতিনিধি -প্রয়াত গায়ক 'কেকে'র বাড়িতে পৌঁছেছেন চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজ এবং তার গায়িকা স্ত্রী রেখা।গায়ক শ্রেয়া ঘোষাল এবং অলকা ইয়াগনিককেও 'কেকে'র শেষকৃত্যের জন্য তাঁর বাড়িতে দেখা গিয়েছে৷ সেখানে শ্রেয়া কান্নায় ভেঙ্গে পড়েন।গায়ক অভিজিৎ ভট্টাচার্যও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন।