ত্রিপুরায় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তিনজন পর্যবেক্ষক নিয়োগ

author-image
Harmeet
New Update
ত্রিপুরায় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তিনজন পর্যবেক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিনিধি -বিজেপি ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তিনজন পর্যবেক্ষকে নিয়োগ করেছে, বুধবার দলের একজন সিনিয়র নেতা একথা জানিয়েছেন।চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা এবং জুবরাজনগর। এবং ২৩ শে জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৬ শে জুন গণনা হবে।এবং আগামী ৬ ই জুন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। "বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ত্রিপুরার উপনির্বাচনের জন্য তিনজন পর্যবেক্ষক (প্রভারি) নিযুক্ত করেছেন। তিনজন প্রভারির মধ্যে রয়েছেন দলের সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, আসামের মন্ত্রিপরিষদ এর মন্ত্রী অশোক সিংঘল, এবং রাজনৈতিক সচিব জয়ন্ত মুল্লা বড়ুয়া। বলেছেন দলের এক সিনিয়র নেতা।