নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিচ্ছেন পাতিদার নেতা হার্দিক প্যাটেল। ইতিমধ্যে গান্ধীনগরের পার্টি অফিসের বাইরে হার্দিক প্যাটেলকে বিজেপিতে স্বাগত জানিয়ে পোস্টার লাগানো হয়েছে। এদিন আহমেদাবাদে হার্দিক বলেন, 'আজ আমি একটি নতুন অধ্যায় শুরু করছি। আমি একজন ছোট সৈনিক হিসেবে কাজ করব। আমরা প্রতি ১০ দিন অন্তর একটি অনুষ্ঠান করব, যেখানে কংগ্রেসের প্রতি অসন্তুষ্ট বিধায়কসহ জনগণকে (বিজেপি) যোগ দিতে বলা হবে। প্রধানমন্ত্রী মোদী সারা বিশ্বের গর্ব।'