নিজস্ব সংবাদদাতাঃ আপনার অতিরিক্ত মালপত্রের কারণে সমস্যা হচ্ছে অন্যান্যদের। সব যাত্রীদের ট্রেন সফরে সুস্থ পরিষেবা দিতে তাই নতুন নিয়ম চালু করল ভারতীয় রেল। এবার থেকে রেল সফরে অতিরিক্ত মালপত্র করলেই বাড়তে পারে যাতায়াত ভাড়া। যাত্রীদের লাগেজ নিয়ে বার্তা দিয়েছে ভারতীয় রেল। যেখানে বলা হয়েছে, অতিরিক্ত ব্যাগেজের ক্ষেত্রে পার্সেল অফিস থেকে লাগেজ বুক করতে হবে যাত্রীদের। এবার থেকে টিকিটের পাশাপাশি বেশি মালপত্র বহন করলে দিতে হবে আরও টাকা।রেলের নিয়ম অনুযায়ী, যাত্রীরা ট্রেনে ভ্রমণের সময় মাত্র 40 থেকে 70 কেজি লাগেজ বহন করতে পারেন। যদি কেউ এর থেকে বেশি লাগেজ ভ্রমণ করেন, তাহলে তাঁকে আলাদা ভাড়া দিতে হবে। রেলের কোচ অনুযায়ী যাত্রীদের লাগেজ নেওয়ার আলাদা নিয়ম রয়েছে। রেলওয়ের মতে, স্লিপার ক্লাসে যাত্রীরা 40 কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন। পাশাপাশি এসি-টিয়ার পর্যন্ত 50 কেজি লাগেজ বহন করার ছাড় রয়েছে। যেখানে প্রথম শ্রেণির এসিতে যাত্রীরা 70 কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন।