অন্নপ্রাশনে রক্তদান , বৃক্ষদান ও স্বাস্থ্য শিবির

author-image
Harmeet
New Update
অন্নপ্রাশনে রক্তদান , বৃক্ষদান ও স্বাস্থ্য শিবির

দিগবিজয় মাহালী, সবংঃ  সবং-এর সারতা ৫নং গ্রামপঞ্চায়েতের বীরকোটা গ্রামের পেশায় শিক্ষক নেশায় সঞ্চালক কমল কান্ত খাটুয়ার ছোট মেয়ের মুখেভাত , গৃহপ্রবেশ সহ মানতরক্ষার নানান অনুষ্ঠানের সাথে সামাজিক সচেতনতা ও স্বাস্থ্য রক্ষার বিষয় যুক্ত করে বেশ ব‍্যতিক্রমী দৃষ্টান্ত তুলে ধরলেন ।  গতকাল রক্ষাকালীর পুজো দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল । আজ হরিবাসর প্রতিষ্ঠা , অন্নপ্রাশনের সাথে সাথে স্বেচ্ছায় রক্তদান শিবির করা , সকল অতিথি ও আত্মীয়দের হাতে আতা গাছের চারা তুলে দেওয়া , সেবা ওয়েলফেয়ার সোসাইটির ডা . অরুণ কুমার সাঁতরার সুগার সচেতনতা ( ডায়াবেটিস ম‍্যনেজম‍্যন্ট ) ও সর্প সচেতনতা সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে হল । ডেবরা ব্লাড ব‍্যঙ্কের পক্ষ থেকে ৩০ জনের রক্ত সংগ্রহ করা হয় । ২০০ জনের হাতে দেওয়া হয় আতার চারা ।