নিজস্ব প্রতিনিধি -বুধবার অভিনেত্রী নার্গিস দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর ছেলে, অভিনেতা সঞ্জয় দত্ত এবং মেয়ে প্রিয়া দত্ত তাঁকে সোশ্যাল মিডিয়ায় স্মরণ করেছেন।প্রয়াত অভিনেতা সুনীল দত্তকে বিয়ে করেছিলেন নার্গিস।তিনি(অভিনেত্রী) ১৯৮১ সালের ৩রা মে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন।নার্গিসের সঙ্গে একটি একরঙা ছবি শেয়ার করে সঞ্জয় লিখেছেন, "তোমার হাসি আমাকে শক্তিশালী করে রেখেছে,তোমার কথা আমাকে আঁকড়ে রেখেছে এবং তোমার আত্মা আমাকে আমার সর্বনিম্ন স্তরে তুলেছে।তুমি আমার জন্য সব চাইতে সেরা ছিলে। শুভ জন্মদিন, মা।" ছবিতে, নার্গিসকে সঞ্জয়ের দিকে তাকাতে দেখা যাচ্ছে, যখন তিনি ক্যামেরা থেকে দূরে তাকিয়ে আছেন।সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্ত মন্তব্য করেছেন,এবং লিখেছেন "লাভ ইউ বাবা।"