জলে ভাসছে কুল দেবীর মন্দির

author-image
Harmeet
New Update
জলে ভাসছে কুল দেবীর মন্দির

হরি গোষ,পাণ্ডবেশ্বর: পান্ডবেশ্বর বিধানসভার নব গ্রাম পঞ্চায়েতের কুমারডিহি গ্রামের মন্ডলপাড়া(ঘোষ)। এই পাড়াতেই অবস্থিত মন্ডলদের কুল দেবী মা ভগবতীর মন্দির । বহু প্রাচীনকাল থেকেই মা ভগবতী এই মন্দিরে পূজিত হয়ে আসছেন। কিন্তু ইদানীংকালে পড়শীদের নিজস্ব ঝামেলার জেরে নোংরা জলে ভাসমান মন্ডলদের-ই কুল দেবী মা ভগবতী মন্দির চত্বর।সংশ্লিষ্ট পাড়ার বাসিন্দা পরেশ নাথ মন্ডল জানান, ভগবতী মন্দির চত্বরে জমা জলে দুর্গন্ধ ছড়াচ্ছে তেমনি বাড়ছে মশার উপদ্রব সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগব্যাধি। পরেশ বাবু জানান এ ব্যাপারে নব গ্রাম পঞ্চায়েতের প্রধান এর দৃষ্টিতে আনা হয়েছে এই ঘটনাটি কিন্তু কোনো সুরাহা হয় নি এখনও। তিনি এও জানান পঞ্চায়েত এবং প্রশাসনকে তারা সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত যাতে করে মন্দির চত্বর পরিস্কার পরিচ্ছন্ন থাকে। এবং এই এলাকার জল নিকাশি ব্যবস্থা সুষ্ঠুভাবে হোক পঞ্চায়েত এবং প্রশাসনের হস্তক্ষেপ এর মাধ্যমে।অন্যদিকে এই ব্যাপারে নব গ্রাম পঞ্চায়েতের প্রধান সতন সৌ মন্ডল জানান, ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই পাড়ার লোকেদের সাথে দুবার আলোচনা হয়েছে কিন্তু কাজের কাজ হয়নি নিজস্ব পাড়ার লোকেদের নিজস্ব ঝামেলার জন্য তবে এবার পঞ্চায়েত কড়া পদক্ষেপ নেবে ঘটনাস্থল পরিদর্শন করবে পঞ্চায়েত তথা পুলিশ প্রশাসন। প্রধান এও জানান সমস্ত বিষয় পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জানানো হয়েছে এবং বিধায়কের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসন যাবার সম্ভাবনা । এছাড়াও বিধায়কের তত্ত্বাবধানে এলাকার জল নিকাশি ব্যবস্থা সুষ্ঠু সমাধান করা হবে শীঘ্রই।