হনুমান মন্দিরের প্রতিষ্ঠা অন্ডালে

author-image
Harmeet
New Update
হনুমান মন্দিরের প্রতিষ্ঠা অন্ডালে

হরি ঘোষ,অন্ডাল:- বেশ কয়েক মাস আগে অন্ডালের মুকুন্দপুর ইষ্ট কোলিয়ারি এলাকায় দুর্ঘটনায় মারা যায় একটি বীর বানর । সেই সময় ধার্মিক কিছু মানুষ মৃত্যু বানরটিকে কবরিস্থিত করে স্থির করেন সেই জায়গায় হনুমানজির একটা মন্দির তৈরীর। সেইমতো তখন থেকেই চাঁদা তুলে এবং এলাকার মানুষদের নিজস্ব প্রচেষ্টায় তৈরি হয় হনুমানজির একটি ভব্য মন্দির । বুধবার সেই মন্দিরের প্রতিষ্ঠা এবং মন্দিরে হনুমানজীর মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের প্রতিষ্ঠার জন্য এলাকার একটি জলাশয় থেকে কয়েকশ মহিলা কলশ যাত্রা করে সেই জলাশয় থেকে জল এনে মন্দিরের পুরোহিতের হাতে অর্পণ করেন এবং হয় মন্দিরের প্রতিষ্ঠা। মন্দিরের প্রতিষ্ঠা হওয়ার পর মন্দির কমিটির তরফ এ এলাকার বাসিন্দাদের ও আগত ভক্তবৃন্দ দের জন্য নরনারায়ণ সেবার ও ব্যবস্থা করা হয়। ফিতে কেটে মন্দিরের প্রতিষ্ঠা করেন এলাকার ইসিএলের এক আধিকারিক।