'উত্তর ভারতীয় শিক্ষার্থীরা তামিলনাড়ুতে কোভিড ছড়িয়ে দিচ্ছে' দাবি তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রীর

author-image
Harmeet
New Update
'উত্তর ভারতীয় শিক্ষার্থীরা তামিলনাড়ুতে কোভিড ছড়িয়ে দিচ্ছে' দাবি তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি -প্রতিদিন ১০০-এর কাছাকাছি নতুন করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে,তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান বুধবার রাজ্যে কোভিড কেস বৃদ্ধির জন্য উত্তর ভারতীয় ছাত্রদের দায়ী করেছেন।"উত্তর ভারতীয় ছাত্ররা তামিলনাড়ুতে কোভিড ছড়িয়ে দিচ্ছে। কেলামবাক্কাম ভিআইটি কলেজ এবং সত্যসাই কলেজের ছাত্ররা হোস্টেল এবং ক্লাসে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছে" জনান সুব্রামানিয়ান।সেই সঙ্গে তিনি যোগ করে বলেন,'কিছু উত্তর ভারতীয় রাজ্যে, কোভিড কেস এখনো বাড়ছে'।