নিজস্ব সংবাদদাতাঃ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ প্রশাসনের কথা বলে দেশের দুটি রাজ্যে ক্ষমতায় আসা অরবিন্দ কেজরিওয়ালের গলায় এবার অন্য রাজনীতিবিদদের মত একই সুর। অর্থ পাচারের দায়ে ইডি-র হাতে গ্রেফতার হওয়া দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন-র পাশে দাঁড়াতে গিয়ে কেজরি অনেকটা এগিয়ে গেলেন। যেখানে মনে করা হচ্ছিল, দলের ভাবমূর্তি বাঁচাতে সত্যেন্দ্রকে তদন্ত চলা পর্যন্ত হয়তো সরিয়ে দেবেন কেজরি। কিন্তু না, বরং একেবারে উল্টোপুরাণ দিল্লির মুখ্যমন্ত্রীর গলায়। সোমবার সন্ধ্যায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে অর্থ পাচার কাণ্ডে গ্রেফতার করে ইডি। তাঁকে ৯ জুন পর্যন্ত ইডি হেফাজতে রাখবে। গতকাল সত্যেন্দ্র জৈন-র গ্রেফতারীকে রাজনৈতিক ষড়যন্ত্র বলার পর, আজ কেজরিওয়াল বললেন, "সত্যেন্দ্র জৈন একজন প্রকৃত দেশপ্রেমিক। ওর জন্য গোটা দেশ গর্বিত। ও দিল্লিকে মহল্লা ক্লিনিক উপহার দিয়েছে। যা দেখতে গোটা দুনিয়া থেকে মানুষ আসছে। ওকে পদ্ম বিভূষণে ভূষিত করা উচিত। ওর ওপর সবাইকে তদন্ত করতে দিন। সিবিআই ইতিমধ্যে ওকে ক্লিনচিট দিয়েছে। ইডিও ওকে সব অভিযোগ থেকে মুক্ত করবে।"