দুর্গাপুরে রড প্রস্তুতকারী কারখানা বন্ধের নোটিশ, দিশেহারা শ্রমিকরা

author-image
Harmeet
New Update
দুর্গাপুরে রড প্রস্তুতকারী কারখানা বন্ধের নোটিশ, দিশেহারা শ্রমিকরা

হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত লেনিন সরণিতে তৈরী হয়েছিল শিল্পতালুক। প্রায় ১২ টির মতো কারখানা রয়েছে এই শিল্পতালুকে। শুধু দুর্গাপুর নয়, ভিন রাজ্যের অনেক মানুষ এই শিল্পতালুকে কাজ করে রুটি রুজির নিশ্চিত ঠিকানা বানিয়েছিলেন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর এই শিল্পতালুকে একটা একটা করে কারখানা বন্ধ হতে থাকে। কারখানা বন্ধের সংখ্যাটা ছিল পাঁচ, এবার সেই বন্ধের তালিকায় এল আরও একটি কারখানা। গত ৩০ তারিখ একটি বিজ্ঞপ্তি জারি করে কারখানা কর্তৃপক্ষ। যে বিজ্ঞপ্তিতে কর্মরত শ্রমিকদের জানিয়ে দেওয়া হয় প্রাপ্য যে পাওনা গন্ডা আছে তা কয়েক দফায় বুঝে নিয়ে কারখানা ছাড়ার জন্য। আর এতে বিপদে পড়ে গেছে কর্মরত শ্রমিক ও পরিবারের সদস্যরা। কিভাবে এখন সংসার চলবে বুঝে উঠতে পারছেন না শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, বছর দুয়েক আগে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। বকেয়া বিদ্যুৎ বিল কর্তৃপক্ষ না মেটানোতে আগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় WBSEDCL। মুখ থুবড়ে পড়ে যাওয়া উৎপাদন ফের শুরু করতে ডিজি জেনারেটর চালিয়ে কোনোক্রমে ঢিমেতালে চলছিল উৎপাদন।