New Update
নিজস্ব সংবাদদাতা, অন্ডালঃ অন্ডাল এলাকায় বিগত ৩৫ থেকে ৪০ বছর ধরে ব্যবসা করে আসছেন স্থানীয়দের একাংশ। ব্যবসায়ীদের অনেকের মা-বাবা একসময় রেলে কাজ করার সুবাদে এই এলাকাতে দীর্ঘদিন ধরে রয়ে গেছেন। তাই তাদের সন্তানদের অনেকেই কমবেশি লেখাপড়া করার পর ছোটখাটো ব্যবসা খাটিয়ে বসেছেন এলাকায়। অন্ডাল রেল এলাকায় ৫০০-র অধিক ছোট বড় দোকান রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ রেল কর্তৃপক্ষ রেলের জায়গা ফাঁকা করার জন্য মাঝে মধ্যে দোকান উচ্ছেদ করার হুমকি দিয়ে থাকেন। ফলে এক কথায় আতঙ্কে দিন কাটছে ছোটখাটো ব্যবসায়ীদের। যদিও ব্যবসায়ীদের তরফে রেলের এই উচ্ছেদের বিষয় বারবার প্রশাসনের নজরে আনার চেষ্টা হয়েছে। ইতিমধ্যেই রেল উচ্ছেদ করে দিয়েছে বেশ কিছু দোকান। পরে পুনরায় দোকানদাররা তাদের জায়গা পুনরুদ্ধার করেন। বুধবার এই বিষয়ে অন্ডাল রেল এলাকার ব্যবসায়ীরা অন্ডালের পোস্ট অফিস মোড় থেকে মিছিল করে সঠিক পুনর্বাসনের দাবি রেখে অন্ডাল বিডিও এবং অন্ডাল থানায় স্মারকলিপি দেন। ব্যবসায়ীদের দাবি তারা রেলের জায়গা দখল মুক্ত করতে রাজি। তবে যেমন আদ্রা, মধুপুর ও চিত্তরঞ্জন রেল প্রশাসন ওই এলাকার দোকানদারদের ছোট ছোট স্টল করে দিয়েছেন তেমনি অন্ডাল রেল প্রশাসন যদি সেই ব্যবস্থা করেন তাহলে তারা তাদের জায়গা দখল মুক্ত করতে পারেন। এমনকি ব্যবসায়ীদের তরফে রেল প্রশাসনের কাছে আবেদনও রাখা হয়েছে যদি রেল প্রশাসন তাদের জায়গার বদলে অন্যত্র স্টল করে দেয় এবং তার বিনিময়ে বিবেচিত ভাড়া ধার্য করা হয় তারা সেই ভাড়া দিয়ে সেখানে যেতে রাজি। তবে ব্যবসায়ীদের অভিযোগ রেল প্রশাসন তাদের যুক্তি মানতে নারাজ এবং তারা উচ্ছেদ করতে অনড়। এই জন্য আজ অন্ডাল রেল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন যে তাদের পুনর্বাসনের দাবি নিয়ে রেল প্রশাসনের সঙ্গে আলোচনা করে সঠিক মীমাংসা করা হোক।
west bengal
andal
protest
rail
asansol
strike
shop
rail station
paschim bardhaman
andal police station
business community
andal bdo