নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল শহর সেভেরোডোনেস্কের বেশিরভাগ জায়গা রাশিয়া দখল নিয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর সের্হি হাইদাই। গত কয়েকদিনের তীব্র লড়াইয়ে শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গা ও আবাসিক ঘর-বাড়ি অনেকটাই ধ্বংস। সেভেরোডোনেস্ক শহরের কেন্দ্রে প্রবেশে ভারী অস্ত্র নিয়ে সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। পাল্টা জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় যোদ্ধারা। সূত্রে জানা গেছে, লুহানস্ক অঞ্চলের এই শহরে ইউক্রেনের বাহিনীর প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। সবশেষ পরিস্থিতি নিয়ে লুহানস্কের আঞ্চললিক গভর্নর সের্হি হাইদাই জানিয়েছেন, জরুরি স্থাপনার বেশিরভাগই ধ্বংস এবং আবাসিক স্থাপনার ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত যা মেরামতের অযোগ্য। তিনি আরও বলেন, "সেভেরোডোনেস্কের বেশিভাগ জায়গা এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। রুশ বাহিনীর গোলাবর্ষণে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সহায়তা বা উদ্ধার করা অসম্ভব হয়ে পড়েছে।"