মানালী দত্ত পাত্র, মুর্শিদাবাদঃ আজ বিশ্ব তামাক বর্জন দিবস সেই উপলক্ষে মুর্শিদাবাদে এক ম্যারাথন সচেতনতা প্রচার এর আয়োজন করা হয় । কান্দি সাব ডিভিশনে বিভিন্ন স্থানে যেমন চায়ের দোকান,পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, সাব-সেন্টার বিভিন্ন স্থানে মানুষদেরকে একত্রিত করে প্রচার শুরু হয় এই উপলক্ষে পুরোন্দপুর পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন মন্ডল তিনি তার বক্তব্যও রাখেন।