বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে ম্যারাথনের আয়োজন

author-image
Harmeet
New Update
বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে ম্যারাথনের আয়োজন

মানালী দত্ত পাত্র, মুর্শিদাবাদঃ আজ বিশ্ব তামাক বর্জন দিবস সেই উপলক্ষে মুর্শিদাবাদে এক ম্যারাথন সচেতনতা প্রচার এর আয়োজন করা হয় । কান্দি সাব ডিভিশনে বিভিন্ন স্থানে যেমন চায়ের দোকান,পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, সাব-সেন্টার বিভিন্ন স্থানে মানুষদেরকে একত্রিত করে প্রচার শুরু হয় এই উপলক্ষে পুরোন্দপুর পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন মন্ডল তিনি তার বক্তব্যও রাখেন।