নিজস্ব সংবাদদাতা ঃ UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় এবার মেয়েদের জয়জয়কার। এই পরীক্ষায় প্রথম তিনজন শীর্ষস্থানীয় হল মহিলা প্রার্থী। ৬৮৫ প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন , তার মধ্যে শ্রুতি শর্মাকে টপার ঘোষণা করা হয়েছে। অঙ্কিতা আগরওয়াল দ্বিতীয়, এবং গামিনী সিঙ্গলা তৃতীয় স্থান অধিকার করেছেন। ঐশ্বর্য ভার্মা এবং উৎকর্ষ দ্বিবেদী শীর্ষ পাঁচের মধ্যে রয়েছেন ।