নিজস্ব প্রতিনিধি -মুক্তির আগে ছবিটির প্রচারের জন্য অক্ষয় কুমার, মানুশি চিল্লার এবং সম্রাট পৃথ্বীরাজের টিম বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন।৩০ শে মে, তারা বারাণসী গিয়েছিলেন এবং সম্রাট পৃথ্বীরাজের পতাকা নিয়ে গঙ্গা পূজা করেছিলেন। অক্ষয়ের গঙ্গায় পুজো করার ছবি এবং ভিডিওগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।ছবিতে অক্ষয় কুমার সম্রাট পৃথ্বীরাজের মূল চরিত্রে অভিনয় করছেন, মানুশি চিল্লারকে দেখা যাবে রাজকন্যা সংযোগীতার চরিত্রে।