নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটের সানন্দে অবস্থিত ফোর্ড মোটর কোম্পানির প্ল্যান্ট অধিগ্রহণ করার পথ মসৃণ হল টাটা মোটরসের জন্য। এই প্ল্যান্টে ফোর্ড যাত্রীবাহী গাড়ি তৈরি করে। উল্লেখ্য, ফোর্ড মোটর কোম্পানি গত বছরের শেষে ভারত ছাড়ার ঘোষণা করেছিল। বিশেষজ্ঞদের মতে, কোম্পানিটি প্ল্যান্টের ক্ষমতা পুরোপুরি কাজে লাগায়নি। সূত্রের খবর, সানন্দে ফোর্ড কোম্পানির প্যাসেঞ্জার ভেহিকেল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি চলতি বছরের এপ্রিলের মধ্যেই কাজ বন্ধ করে দিয়েছিল। এই আবহে সেই প্ল্যান্টটিকেই অধিগ্রহণ করার পথে হাঁটতে চলেছে টাটা।