দলীয় কার্যালয় নির্মাণকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

author-image
Harmeet
New Update
দলীয় কার্যালয় নির্মাণকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

দিগ্বিজয় মাহালী, চন্দ্রকোনা : তৃণমূল কর্মীর জায়গা দখল করে জোরপূর্বক তৃণমূলের দলীয় কার্যালয় করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদেরই বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া দুই গ্রাম পঞ্চায়েতের হরিরামপুর গ্রামে।











হরিরামপুর গ্রামের বাসিন্দা প্রিয়ব্রত রায়ের অভিযোগ, তিনি এলাকার দীর্ঘদিনের সক্রিয় তৃণমূলের কর্মী। কিন্তু হরিরামপুর গ্রামে প্রিয়ব্রতের একটি চাষযোগ্য জমির কিছু অংশ দখল করে গ্রামেরই বেশকিছু তৃণমূলের কর্মী জোরপূর্বক তৃণমূলের দলীয় কার্যালয় নির্মানের কাজ শুরু করেছে। জায়গা দখল করে জোরপূর্বক দলীয় কার্যালয় নির্মান বন্ধের জন্য ইতিমধ্যে দলের একাধিক নেতৃত্ব থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানালেও কাজের কাজ কিছুই হয়নি। জোরপূর্বক দলীয় কার্যালয় নির্মান করছে তৃণমূলেরই একাংশ। প্রিয়ব্রত বলেন, 'গ্রামেরই কিছু তৃণমূল কর্মী অরুণ মাফুই,পরেশ মল্লিক, রহিম পাত্র, ঝন্টু ভাণ্ডারী এই দলীয় কার্যালয় করছে।ওই চার জন দীর্ঘদিন ধরে এলাকায় একাধিক দুর্নীতির সাথে জড়িত, তার প্রতিবাদ করার জন্যই তারা আমার রায়ত জায়গা জোরপূর্বক দখল করে দলীয় কার্যালয় নির্মান করছে।' যদিও এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ করা হলে তারা ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। এ বিষয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'দলীয়ভাবে আমরা পার্টি অফিস করা বন্ধ রাখার নির্দেশ দিয়েছি, ওই জায়গাটি সরকারি এক নাম্বার খতিয়ানের, তাই আমরাও কাজ বন্ধ রাখার কথা বলেছি।' জাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বদেশ প্রামাণিক বলেন, "লিখিত অভিযোগ কেউ করেননি, কিন্তু আমি বিষয়টি মৌখিকভাবে শুনেছি। কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে।' তবে জায়গার মালিক যেই হোকনা কেন, তৃণমূলের দলীয় কার্যালয় ঘিরে শাসকদলের এহেন কোন্দলে চাপা উত্তেজনা গ্রামে।