মোদী সরকারের অষ্টম বর্ষে কী বলছেন নাড্ডা?

author-image
Harmeet
New Update
মোদী সরকারের অষ্টম বর্ষে কী বলছেন নাড্ডা?

নিজস্ব সংবাদদাতা : বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সোমবার বলেছেন যে পরিষেবা, সুশাসন এবং দরিদ্রদের কল্যাণ নরেন্দ্র মোদী সরকারের আত্মা। কেন্দ্রে মোদী সরকারের আট বছর পূর্ণ হওয়ার বিষয়ে একটি মিডিয়া ব্রিফিংয়ে নাড্ডা বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতির কথায়, '২০১৪ থেকে এখনও পর্যন্ত আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, আজ আমরা প্রো-অ্যাকটিভ সরকার দেখতে পাচ্ছি।দেশ আজ স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছে এবং এটি মোদী সরকারের ৮ বছর উদযাপন করছে।সেবা, সুশাসন ও কল্যাণ, এটাই মোদী সরকারের কাজের পদ্ধতি, এটাই মোদী সরকারের আত্মা।' তিনি আরও বলেন যে আগে পরিকল্পনা করা হতো কাগজে কলমে, কিন্তু আজ যে কোনো পরিকল্পনার ঘোষণা থেকে বাস্তবায়ন পর্যন্ত তা নিরন্তর নজরদারি করা হচ্ছে।​