নিজস্ব সংবাদদাতা : গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে পাঞ্জাবের মান সরকারকে কাঠগড়ায় তুলেছে শিরোমণি আকালি দল (স্যাড)। দলের সভাপতি সুখবীর সিং বাদল সোমবার অভিযোগ করেছেন যে পাঞ্জাবের আপ সরকারকে অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান 'মুখ্যমন্ত্রীর পদে থাকার যোগ্য নন।' মান সরকারের নিরাপত্তা প্রত্যাহারের 'ভুল' সিদ্ধান্তকেই মৃত্যুর জন্য দায়ী করছে স্যাড। একাধিক টুইট বার্তায় বাদল দাবি করেছেন যে নিহত গায়কের নিরাপত্তা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হোক।