নিজস্ব সংবাদদাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছিল তা খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালত মনে করছে না যে অভিষেকের মন্তব্যে বিচারব্যবস্থা কলঙ্কিত হয়েছে।যদিও জন প্রতিনিধিদের বিচারব্যব্যস্থা নিয়ে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত। আদালত জানিয়েছে, এই মুহূর্তে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের প্রয়োজন নেই। এদিকে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর কথায়, 'এই ধরনের প্রতিটি মন্তব্য নিয়ে ভাবনা-চিন্তা করলে, বিচারব্যবস্থা পরিচালনা মুশকিল হয়ে যাবে। প্রতিদিনই কেউ না কেউ, কিছু না কিছু বলছে।'