ছোটখাটো বিষয়েই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত, বিচারকের স্মরণে 'ম্যাগি কেস'

author-image
Harmeet
New Update
ছোটখাটো বিষয়েই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত, বিচারকের স্মরণে 'ম্যাগি কেস'

নিজস্ব সংবাদদাতা : একটুতেই অধৈর্য্য হয়ে পড়ে মানুষ। তারপর সিদ্ধান্ত নেয় বিচ্ছেদের। মাইসুরুর প্রিন্সিপাল জেলা ও দায়রা আদালতের বিচারক এমএল রঘুনাথ একটি কৌতূহলী বিবাহ বিচ্ছেদের মামলার কথা আজও স্মরণ করেন। যেখানে বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে উঠে এসেছিল ম্যাগির নাম। একটি প্রেস কনফারেন্সে বৈবাহিক মামলার বিষয়ে কথা বলতে গিয়ে সেই উদাহরণ টেনে আনলেন বিচারক। জানান, স্বামীর অভিযোগ ছিল, সকাল-দুপুর-রাত তিন বেলাই স্ত্রী ম্যাগি রান্না করে। কারণ সে ম্যাগি ছাড়া অন্য কিছু রান্না করতে পারে না।শেষ পর্যন্ত মামলার পরিণতি হয় বিচ্ছেদ। বিচারকের স্মরণে আজও ম্যাগি কেস হিসেবে রয়ে গিয়েছে ঘটনাটি। প্রেমের বিয়ে হলেও ছোটখাটো বিষয়ে যেভাবে দাম্পত্যে ভাঙন ধরে সেই বিষয়টিই তুলে ধরেন বিচারক। তার মতে, "বিচ্ছেদের ঘটনাগুলি বছরের পর বছর ধরে তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে৷ বিচ্ছেদ চাওয়ার আগে দম্পতিদের অন্তত এক বছর একসঙ্গে থাকতে হবে। যদি এই ধরনের কোন আইন না থাকত, তাহলে বিবাহ আসর থেকে সরাসরি বিবাহবিচ্ছেদের আবেদন করা হতো।”​