নিজস্ব সংবাদদাতাঃ সান্দাকফুর জঙ্গলে নিখোঁজ ২ বাঙালি। জানা যায়, ওই দুই ট্যুর অপারেটরের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরে। তাদের পরিবারের দাবি, শনিবার থেকে ওই দুজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় উদ্বিগ্ন তাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই পরিবারের তরফ নিখোঁজের ডায়েরি করা হয়েছে। নিখোঁজ হওয়া ২ ট্যুর অপারেটরের নাম দীপেশ সাহা এবং তার সঙ্গী বাবাই দে।